পুরান ঢাকায় মহিলা মেডিকেল কলেজ হবে : সাঈদ খোকন


প্রকাশিত: ১০:২৪ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, নারীশিক্ষার অগ্রগতির জন্য পুরান ঢাকায় একটি মহিলা মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এরই মধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু হয়ে গেছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর মহিলা কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম।

সাঈদ খোকন বলেন, আমার প্রয়াত বাবা মেয়র মোহাম্মদ হানিফ পুরান ঢাকায় নারী শিক্ষা প্রসারে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আগে পুরান ঢাকার নারীরা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে ছিল।

কিন্তু এখন অনেক উন্নতি হয়েছে। তাই ভবিষ্যতে আমি এই কলেজকে মহিলা মেডিকেল কলেজে রূপান্তর করবো।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সেলিম, সারোওয়ার হোসেন আলো, হুমায়ূন কবীর ভূইয়া, নাসির আহমেদ ভূইয়া, আবু আহমেদ মন্নাফি প্রমুখ।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।