রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা আজ


প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়রে (বিএসএমএমইউ) রেসিডেন্সি কোর্সের ভর্তি পরীক্ষা আজ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। রাজধানীর বুয়েট ক্যাম্পাসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী বছরের মার্চ, ২০১৬ শিক্ষাবর্ষের রেসিডেন্সি কোর্সের ফেইজ ‘এ’ ভর্তির জন্য এবার মোট চারটি অনুষদে ৯৫৯টি আসনের বিপরীতে ৭ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশ নেবে।

এর মধ্যে মেডিসিন অনুষদে ৪১৩টি আসনের বিপরীতে ৩ হাজার ২ জন, সার্জারি অনুষদে ৪০০ আসনের বিপরীতে ২ হাজার ৭৫৩ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ১১১ আসনের বিপরীতে ১ হাজার ৪৭ জন এবং ডেনটিস্ট্রি অনুষদে ৩৫টি আসনের বিপরীতে ৩৬০ জন পরীক্ষার্থী অংশ নেবে।

ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পরই আজ রাতের মধ্যেই ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাঁচ বছর আগে বিএসএমএমইউতে রেসিডেন্সি কোর্স চালু হয়।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।