পুলিশি বর্বরতা নিয়ে বিক্ষোভে পুলিশের হাতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৪ অক্টোবর ২০২০

পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ চলছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। সেই পুলিশই অন্তত ১০ বিক্ষোভকারীকে হত্যা করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিগত এক সপ্তাহ ধরে দেশটির বড় শহরগুলোয় পুলিশের বিতর্কিত বিশেষ বাহিনী স্পেশাল অ্যান্টি-রবারি স্কোয়াডের (সার্স) বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। হতাহত ছাড়া অনেক বিক্ষোভকারী গ্রেফতারও হয়েছেন।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ‘সার্সের বর্বর অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত নাইজেরিয়ার পুলিশ কমপক্ষে ১০ জনকে হত্যা করেছে।’

আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি সিএনএনকে এ প্রসঙ্গে জানিয়েছে যে, গত বৃহস্পতিবার পুলিশি বর্বরতা নিয়ে বিক্ষোভ শুরুর পর থেকে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর মারাত্মক বলপ্রয়োগ করেছে দেশটির পুলিশ।

প্রসঙ্গত, সার্স হলো নাইজেরিয়া পুলিশের একটি বিতর্কিত শাখা। এই শাখার বর্বরতার বিরুদ্ধে গত সপ্তাহ থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরুর পর গত রোববার এই শাখাটি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় দেশটির সরকার।

বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি সার্স ভেঙে দেয়ার ঘোষণা দিলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা সন্দেহ প্রকাশ করে বলছেন, তাদের মনে হচ্ছে সার্স কর্মকর্তারা তখনো মোতায়েন ছিল।

জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকের পর পুলিশপ্রধান মোহাম্মদ আদামু বিক্ষোভ চলাকালে গ্রেফতার সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন। তবে কতজনকে গ্রেফতার করা হয়েছিল তা জানাননি তিনি।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।