আইন ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি সরকার : তথ্যমন্ত্রী


প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গণতন্ত্র, আইনের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন কোনো আইন করেনি। বর্তমান সময়ে গণমাধ্যম সবচেয়ে বেশি এবং স্বাধীনভাবে সরব ভুমিকা পালন করছে। গণমাধ্যম কর্মীদেরও গণতন্ত্র রক্ষায় ২৪ ঘণ্টা জেগে থাকতে হবে।

সৈকত পাড়ের অভিজাত হোটেল কক্স টু-ডের অভ্যর্থনা কক্ষে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকরা দেশের অতন্দ্র প্রহরী। তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবাইকে আপোসহীন হতে হবে। তিনি বলেন, সবার আগে দেশপ্রেম। জঙ্গিবাদ ও দেশবিরোধী কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। তথ্য গোপন করা এক ধররের হলুদ সাংবাদিকতা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক শফিউলাহ শফি, সাংগঠনিক সম্পাদক সায়ীদ আলমগীর, নির্বাহী সদস্য জাবেদ আবেদীন শাহিন, আমানুল হক বাবুল, ইব্রাহিম খলিল মামুন, সদস্য ওয়াহিদুর রহমান রুবেল, শাহেদ ইমরান মিজান, আমিরুল ইসলাম মো. রাশেদ, শাহনিয়াজ, রাশেদ রিপন।

তথ্যমন্ত্রী আরো বলেন, গণতন্ত্র ও উন্নয়নের প্রধান প্রতিবন্ধকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে গণতন্ত্রের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে আগুন সন্ত্রাস ও গুপ্তহত্যার প্রাণভোমরায় পরিণত হয়েছেন।

দেশের সকল সন্ত্রাসীই খালেদা জিয়ার আঁচলের নিচে এসে মুক্তমনা শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের হত্যার চক্রান্ত করছে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।