শ্রমিক কল্যাণ তহবিলে রবি’র অনুদান


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি। রবি’র ওয়ার্কারস’ প্রফিট পার্টিসিপেশন ফান্ড থেকে এই অনুদান প্রদান করা হয়েছে।

রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের হাতে ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৬৩৫ টাকার চেক তুলে দেন।

উল্লেখ্য শ্রম আইন অনুযায়ী, ২০১৪ সালে কোম্পানি যে পরিমাণ মুনাফা করেছে তার ভিত্তিতে অনুদানের পরিমাণ হিসাব করা হয়েছে। ২০১২ ও ২০১৩ সালের মুনাফার জন্যও অনুদান প্রদান করে রবি।

এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়জুর রহমান, রবি’র পিপল অ্যান্ড কর্পোরেটে ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল ইমতিয়াজ খান ও ডিজিটাল সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।