না.গঞ্জে বিএনপির ১৯১ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন


প্রকাশিত: ১২:০২ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

নাশকতার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনিরসহ ১৯১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেয়। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর রূপগঞ্জ ভুলতা আজিজ মার্কেটের সামনে বিএনপির হরতালে ভাঙচুরের ঘটনায় এসআই তারিকুজ্জামান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল হক রিপন ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত সায়েমসহ জেলা বিএনপির ১৯৪ নেতাকর্মীর নামে এ মামলা করা হয়।

পরে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তারিকুজ্জামান জেলা বিএনপি ১৯১ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার আইনজীবী অ্যাড. আবুল কালাম আজাদ জাকির জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার শুনানিতে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জ গঠন করেছে আদালত।

শাহাদাৎ হোসেন/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।