ইস্যু গোমাংস : পুরস্কার ফেরত দিচ্ছেন অরুন্ধতী


প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৫ নভেম্বর ২০১৫

বুকার পুরস্কারজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায় দেশে সাম্প্রতিক সহিষ্ণুতা ও খুনের প্রতিবাদে জাতীয় পুরস্কার ফেরত দিচ্ছেন। দ্য গড অব স্মল থিংস`র এই লেখিকা ১৯৮৯ সালে ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ ছবির জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দেশটির সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা এক কলামে তিনি পুরস্কার ফেরত দেয়ার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, অসহিষ্ণুতা বললে ভুল হবে। দেশে দুজনকে শুধুমাত্র গোমাংসা খাওয়ার অভিযোগে হত্যা করা হয়েছে।

অরুন্ধতী বলেন, লাখ লাখ দলিত, আদিবাসী, মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের লোক আতঙ্কের মধ্যে আছে। কেননা কখন কোথায় তাদের ওপর হামলা হবে তারা জানে না।

গত মাসে ভারতের উত্তর প্রদেশের দাদরি এলাকায় বাড়িতে গরুর মাংস রাখার অভিযোগে মোহাম্মদ আখলাক নামে এক মুসলিমকে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। একই মাসে জম্মু এবং কাশ্মীরে গরু পাচারের অভিযোগে ১৯ বছর বয়সী জাহিদ আহমেদ নামে এক ট্রাক চালককে লক্ষ্য করে পেট্রোল বোমা মারা হয়। সেখানেই মারা যায় আহমেদ।

অরুন্ধতী আরো বলেন, এ রকম একাধিক ঘটনা ঘটেছে যা আমাদের দেশের সেক্যুলার চরিত্রের ওপর আঘাত করেছে।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।