জবিতে প্রথম ইনডোর গেমসের পুরস্কার বিতরণ


প্রকাশিত: ১১:২৯ এএম, ০৫ নভেম্বর ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন চত্বরে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম ইনডোর গেমস প্রতিযোগিতা-২০১৫’-এর পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র এ ইনডোর গেমস আয়োজন করে।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া ও বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর বক্তব্য রাখেন।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া কমিটির সদস্য ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক বিষ্ণু পদ ঘোষ এবং সার্বিক দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির সদস্য-সচিব ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর গৌতম কুমার দাস।
 
প্রসঙ্গত, ২৯ অক্টোবর হতে শুরু হওয়া এই ইনডোর গেমস প্রতিযোগিতা ২ নভেম্বর পর্যন্ত চলে এবং তিনটি ইভেন্টে বত্রিশটি বিভাগের প্রায় দেড়শতাধিক ছাত্র-ছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
 
সুব্রত মণ্ডল/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।