জিটিভিতে সরাসরি সম্প্রচার হবে প্রাণ আপ সিরিজ
বিরতি কাটিয়ে আবারো মাঠে ফিরছে বাংলাদেশি ক্রিকেট টাইগাররা। আগামী ৭ নভেম্বর, শনিবার থেকে শুরু হচ্ছে ‘প্রাণ আপ বাংলাদেশ-জিম্বাবুয়ে হোম সিরিজ’।
আসন্ন সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ২টি টি-২০ ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী। আর এই সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভি।
বাংলাদেশ-জিম্বাবুয়ে হোম সিরিজের ২টি টি২০ এবং ৩টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে চ্যানেলটি বাংলাদেশ-জিম্বাবুয়ে হোম সিরিজের গুরুত্বপূর্ণ অংশের হাইলাইটসের পাশাপাশি ক্রিকেট বিষয়ক বিশেষ টক শো ‘ক্রিকেট এক্সট্রা’ এবং ‘ক্রিকেট ম্যানিয়া’ও প্রচার করবে।
সামিয়া আফরিনের উপস্থাপনায় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করা হবে গ্রামীণফোন নিবেদিত ‘ক্রিকেট এক্সট্রা’। এই অনুষ্ঠানে প্রতিদিনের ম্যাচ নিয়ে পর্যালোচনা করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড়রা।
এছাড়াও মারিয়ার নূরের উপস্থাপনায় গ্রামীণফোন নিবেদিত ‘ক্রিকেট ম্যানিয়া’ এবং শ্রাবন্য’র উপস্থাপনায় ইউসিবি ব্যাংক নিবেদিত ‘ক্রিকেট’ হাইলাইটস নামে আরও দুটি অনুষ্ঠান প্রচার করবে জিটিভি।
৭ নভেম্বর শনিবার প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রাণ আপ নিবেদিত এই সিরিজ। ৯ নভেম্বর ২য় ওয়ানডে, ১১ নভেম্বর ৩য় ওয়ানডে অনুষ্ঠিত হবে। আর ২টি টি২০ ম্যচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ এবং ১৫ নভেম্বর।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী ছয় বছরের সবগুলো খেলার সম্প্রচার স্বত্ব লাভ করেছে জিটিভি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-জিম্বাবুয়ে হোম সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।
এলএ