ইউসিবি’র ১৫১তম শাখার কার্যক্রম শুরু


প্রকাশিত: ১১:১১ এএম, ০৫ নভেম্বর ২০১৫

রাজধানীর নিকুঞ্জে হোটেল লা মেরিডিয়ানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ১৫১তম শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার ওই শাখার উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক শওকত আজিজ রাসেল।

অন্যান্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ভাইস-চেয়ারম্যান আহমেদ আরিফ বিল্লাহ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ সবুর, পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান, অডিট কমিটির চেয়ারম্যান লে. জে. (অব) আবু তায়েব মোহাম্মদ জহিরুল আলম, আরসিডিএস, পিএসসি; পরিচালক আব্দুল গাফফার চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহাইমেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আজম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব মুস্তাফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরীসহ ব্যাংকের উধ্র্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।          

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক শওকত আজিজ রাসেল তাঁর বক্তব্যে বলেন, ‘ইউসিবি সর্বদাই গ্রাহকের বহুমুখী চাহিদাকে গুরুত্ব দিয়ে থাকে। সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোত্তম গ্রাহক পরিসেবার ধারাবাহিকতায় হোটেল লা মেরিডিয়ান, নিকুঞ্জে যাত্রা শুরু করল এই শাখা।’   

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিসেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা  দিয়ে চলেছে ইউসিবি।’

এসএ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।