ক্যান্সার আক্রান্ত নিশানের পাশে নাটুকে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ নিশান চাকমা মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা সাহায্যার্থে নাটকের দল ‘নাটুকে’ ও তাদের অঙ্গসংগঠন ‘থিয়েটার ক্যান ফান্ড’র যৌথ উদ্যোগ এবং আদিবাসী সংগঠন ‘জুবদা’ ও ‘উন্মেষ’ এগিয়ে এসেছে।
তাদের সহযোগীতায় আগামী শনিবার, ৭ নভেম্বর বিকেল ৫ টা থেকে ঢাকা শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটুকে’র দর্শকনন্দিত কমেডি নাটক ‘ঠাকুর ঘরে কে রে!’ মঞ্চায়ন হবে।
জানা গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদার, অশ্রু বড়ুয়া, জিয়া খান ও বর্ণা ইয়াসিন। তার পর থাকছে আদিবাসী শিল্পীদের বর্ণাঢ্য পরিবেশনা।
সন্ধ্যে ৭ টায় ফরাসী নাট্যকার মার্ক ক্যামলতি রচিত ও আল নোমান অনুদিত এবং নির্দেশিত কমেডি নাটক ‘ঠাকুর ঘরে কে রে!’ মঞ্চয়িত হবে।
নাটক শেষে সংগৃহীত অর্থ প্রাক্তন রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব আব্দুর নুর তুষার, শিল্পী সবিহ উল আলম ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নিশান চাকমার পরিবারের সদস্যের কাছ হস্তান্তর করবেন।
এলএ/আরআইপি