ডিআরইউয়ের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ


প্রকাশিত: ১০:২১ এএম, ০৫ নভেম্বর ২০১৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক সভায় তালিকা চূড়ান্ত করা হয়। আগামী ২৯ নভেম্বর ডিআরইউয়ের বার্ষিক সাধারণ সভা ও ৩০ নভেম্বর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১ নভেম্বর রোববার নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ সময় কমিশনের সদস্য নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, এটিএন বাংলার প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং বিএফইউজে মহাসচিব এম এ আজিজ উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ নভেম্বর শুক্রবার। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ ২১ নভেম্বর শনিবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ নভেম্বর সোমবার। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৪ নভেম্বর মঙ্গলবার।  ভোট গ্রহণ ৩০ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ডিআরইউ কার্যালয় থেকে ৯ নভেম্বর সোমবার সকাল ১০টা হতে নির্ধারিত মূল্যে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

এইচএস/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।