আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১০:২১ এএম, ০৫ নভেম্বর ২০১৫

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গিরাগাঁও সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই সীমান্তের মেইন পিলার ৪০৯ এর দুই নং সাব পিলার এলাকায় এই বৈঠকের আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যটালিয়নের আওতাধীন এই সীমান্ত বৈঠকে বিজিবির ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক তুষার বিন ইউনুস এবং বিএসএফের ১৩৯ বিএন বিএসএফের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমান্ড্যান্ট এসএন গোস্বামী।

এসময় ভারতের ১৩৯ বিএন বিএসএফের স্টাফ অফিসার জে এস চৌহান, জয়পাল শিং, ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের আলাউদ্দিন, আলী হোসেনসহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় সীমান্তে গুলিবর্ষণ না করে শান্তি শৃংঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে চোরাকারবারী ও দুর্বৃত্তদের তালিকা হস্তান্তর, মাদক ও নারী শিশু পাচাররোধসহ বিভিন্ন বিষয়ে উভয়পক্ষ ঐক্যমত হন।

এর আগে দুপুর পৌনে ১২টায় বিএসএফের প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করে। এসময় ৩০ বিজিবি ব্যটালিয়নের অধিনায়কসহ বিজিবি কর্মকর্তারা তাদের বাংলদেশে স্বাগত জানান।

সফিকুল আলম/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।