বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি পুতিন
চলতি বছরে ফোর্বস ম্যাগাজিনের তৈরি বিশ্বের ক্ষমতাধর ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন সংকট মোকাবেলা ও পশ্চিমা বিশ্বের সঙ্গে নিজ দেশের শক্তির জানান দিতেই সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের উপর হামলা চালিয়ে আসছে রাশিয়া। কোনো ভয়-ভীতির তোয়াক্কা না করেই পশ্চিমা বিশ্বের সঙ্গে টক্কর দিচ্ছেন পুতিন।
এসব বিষয় বিবেচনায় নিয়ে ফোর্বসের জরিপে ক্ষমতাধির ব্যক্তির শীর্ষ জায়গা পেয়েছেন তিনি। এরপরেই আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিনে। ফোর্বসের জরিপে বলা হয়েছে, মেয়াদের একেবারে শেষের দিকে এসে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা সংকুচিত হয়ে পড়ছে। এর আগের বছরে ওবামা দ্বিতীয় স্থানে ছিলেন।
এছাড়া চতুর্থ স্থানে আছেন পোপ ফ্রান্সিস। পঞ্চম স্থানে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, বিশ্বের অন্যতম ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস রয়েছেন ৬ নম্বরে, এরপরে সাত নম্বরে আছেন মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রধান জেনেট ইয়েলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আছেন আট নম্বরে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের চেয়ে ছয় ধাপ এগিয়ে আছেন ৯ নম্বরে এবং গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ১০ নম্বরে আছেন। তবে ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির তালিকায় কোনো বাংলাদেশি নেই।
তৃতীয়বারের মতো বিশ্বের ক্ষমতাধর ব্যক্তির জায়গা দখল করা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে ফোর্বস বলছে, যা ইচ্ছা তাই করতে পারেন বিশ্বে এমন যে কয়েকজন ব্যক্তি রয়েছেন পুতিন তাদের মধ্যে অন্যতম।
এসআইএস/আরআইপি