প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে : মোশাররফ


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৫ নভেম্বর ২০১৫

আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। আর আগামী দুই বছরের মধ্যে ফরিদপুরের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে বলে জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডির বাস্তবায়নে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের মুরারীদাহ্ বাজার হতে গঙ্গাবর্দী মণ্ডল ব্রিক ফিল্ড পর্যন্ত ০-১৩১০ মিটার সড়কের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু বিদ্যুৎই নয় আগামী দুই বছরের মধ্যে এ অঞ্চলের মানুষ হাঁটার জন্য একটু কাঁচা রাস্তা পাবে না। এ অঞ্চলের প্রতিটি রাস্তা পাকা করা হবে।

কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার ইফতেখার হোসেন ইকুমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. জামিল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদ, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত প্রমুখ।

এর আগে স্থানীয় সরকার প্রকৌশালীর অর্থায়নে মন্ত্রী কৈজুরী ইউনিয়নের মুরারীদাহ্ বাজার হতে গঙ্গাবর্দী মণ্ডল ব্রিক ফিল্ড ০-১৩১০ মিটার সড়কের কাজের শুভ উদ্বোধন করেন।

এস.এম. তরুন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।