নির্বাচনে কারচুপির শঙ্কা সু চির
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, দেশটিতে আগামী রোববারের নির্বাচনে তার দল বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। তবে নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ৮ নভেম্বরের নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর আলজাজিরার।
শান্তিতে নোবেল বিজয়ী সু চি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ ভোটের আগাম তথ্য পাওয়া যাচ্ছে। তারপরও নির্বাচনকে ঘিরে জনগণের আগ্রহ অনুপ্রাণিত হওয়ার মতো।
নির্বাচনী ফলাফল সম্পর্কে সু চি বলেন, আমরা সবচেয়ে ভাল ফলাফলের আশা করছি তবে খারাপ ফলের বিষয়েও আমাদের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, নির্বাচনে যদি তার দল বিজয়ী হয় তাহলে সেটি গণতন্ত্রের জন্য একটি বড় অগ্রযাত্রা হবে।
মিয়ানমারের হাউজ অব পার্লামেন্টের দুই কক্ষে কারা প্রতিনিধিত্ব করবে ৮ নভেম্বরের নির্বাচনী ফলাফলে জানা যাবে। কয়েক দশক ধরে সেনা শাসনের অধীনে থাকা দেশটির ২৫ শতাংশ আসন দেশটির সেনাবাহিনীর জন্য সংরক্ষিত।
এর আগে ২০১২ সালে দেশটির মধ্যবর্তী নির্বাচনে সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৪৪ আসনের মধ্যে ৪৩ টিতে জয়ী হয়। তবে নির্বাচনে সু চির দল জয় লাভ করলেও সংবিধান অনুযায়ী তিনি দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না।
সংবিধানে বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারবে না। নোবেল বিজয়ী সু চির প্রয়াত স্বামী ব্রিটেনের নাগরিক ছিলেন।
১৯৯০ সালে মিয়ানমারের নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করে সু চির নেতৃত্বাধীন এনএলডি। পরে তাকে দেশটির তৎকালীন ক্ষমতাসীন সেনা শাসিত সরকার গৃহবন্দী করে রাখে। দুই যুগেরও বেশি গৃহবন্দী থাকা সু চিকে ২০১০ সালে মুক্তি দেয়া হয়।
এসআইএস/পিআর