৬ দফা দাবিতে প্রতিবাদ সভা


প্রকাশিত: ০৮:২২ এএম, ০৫ নভেম্বর ২০১৫

পেশা ভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্তৃত্ব বাতিলসহ ৬ দফা দাবিতে  দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে সরকারের ২৬টি ক্যাডারের বিভিন্ন স্কেলের কর্মচারিরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে জানা যায়-

কিশোরগঞ্জ :
বৃহস্পতিবার বেলা ১১টায় কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে সমাবেশের আয়োজন করে প্রকৃচি, ২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশানাল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

জেলা প্রকৃচি ও বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবালের সভাপতিত্বে সমাবেশে ডাক্তার, প্রকৌশলী, কৃষিবদসহ জেলার ২৬টি ক্যাডারের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন স্তরের কর্মচারিরা অংশ নেন। জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশে অংশ নেন।

এ সময় বক্তৃতা করেন, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রাম চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ অধিফিতরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন আকন্দ, হর্টিকালচারের উপ-পরিচালক পরিতোষ কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-পরিচালক তোজাম্মেল হক, পিডিবির নির্বাহী প্রকৌশলী ওবায়দুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মাওলা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রশাসন ক্যাডারকে বিশেষ সুবিধা দিতেই বেতন কাঠামোতে সূক্ষ্ম কারচুপি করা হয়েছে। সরকারকে বিব্রত করতেই ২৬টি ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীদের বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

রাজবাড়ী :
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে শহরে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের বাজার এলাকা প্রদক্ষিণ করে রাজবাড়ী সরকারি কলেজে এসে শেষ হয়। পড়ে রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মাহবুবুল হক।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ জেসমিন নাহার, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ সরোয়ার মোর্শেদ খান, সদর হাসপাতালের আরএমও ডা. হান্নান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আসিফ মাহমুদসহ প্রকৃচি ২৬ ক্যাডার, নন ক্যাডার ও উপজেলা পরিষদের হস্তারিত ১৬টি দফতরের কর্মকর্তা-কর্মচারী।

সাতক্ষীরা :
বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংগঠনের জেলা শাখার উদ্যোগে সমাবেশের আয়োজন কর হয়।

প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার), নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি জেলা শাখার আহ্বায়ক ও সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সালেহ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবুল হাসেম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নুর আহমেদ, জেলা সমবায় কর্মকর্তা মাহমুদা খাতুন, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, মহিলা কলেজের প্রভাষক ওলিউর রহমান, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের ভেটেনারি সার্জন ডা. জিল্লুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত সকল পদে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদান, ইউএনওর কর্তৃত্ব বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত প্রেষণ বাতিল এবং সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবি জানান।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।