রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে পিচ্চি শাহিন নিহত


প্রকাশিত: ০১:৩৭ এএম, ০৫ নভেম্বর ২০১৫

রাজবাড়ীতে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পিচ্চি শাহিন (৩০) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পিচ্চি শাহিন রাজবাড়ী সদরের খানখানাপুর ইউনিয়নের জয়নাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আটটি হত্যা মামলাসহ থানায় মোট ১৩টি মামলা রয়েছে।

রাজবাড়ী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, শাহিনকে গ্রেফতারের পর তাকে নিয়ে আলীপুর এলাকায় অন্ত্র উদ্ধার অভিযানে যাওয়া হয়।

মধ্যরাতে তার সহযোগীরা ওৎ পেতে থাকা অবস্থায় পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে পিচ্চি শাহিন ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, বন্দুকযুদ্ধে পুলিশ তিন সদস্য আহত হয়েছেন। তাদের নাম জানা যায়নি। পরে ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও একটি শুটারগান উদ্ধার করে পুলিশ।

রুবেলুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।