সিলেটে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে : রাশেদ এ চৌধুরী
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান রাশেদ এ চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খানের সঙ্গে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চেম্বার বোর্ড রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান রাশেদ এ চৌধুরী বলেন, সিলেট অঞ্চল অর্থনৈতিকভাবে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক সমৃদ্ধ। এখানে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে।
তিনি বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শুধু লাভ ছাড়াও অন্যান্য বিশেষ ক্ষেত্রে ঋণ দিয়ে থাকে, যার মধ্যে রয়েছে এসএমই খাত, নারী উদ্যোক্তা, পর্যটন খাত, কৃষি খাত ইত্যাদি। অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে ঋণের ব্যাপারে কেউ যেন হয়রানির শিকার না হন সেদিকে তারা বিশেষ লক্ষ্য রাখেন বলে তিনি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে এমটিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্যাংকিং সেবায় অত্যন্ত আন্তরিক। গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানে আমরা সর্বদা সচেষ্ট। নারী উদ্যোক্তাদেরকে এমটিবিএল অগ্রাধিকার ভিত্তিতে ঋণ প্রদান করে আসছে।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, বাংলাদেশে বেসরকারি খাতে যে কয়টি ব্যাংক দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে তার মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একটি। এই ব্যাংক ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিশেষ অবদান রাখছে। সিলেটের ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. মামুন কিবরিয়া সুমন, সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মো. লায়েছ উদ্দিন ও নুরুল ইসলাম ও এমটিবিএল-এর ভাইস প্রেসিডেন্ট এমএ আহাদ।
ছামির মাহমুদ/বিএ