স্পেশাল ইকোনমিক জোনে বিদেশিরা অগ্রাধিকার পাবেন
বাংলাদেশে বিনিয়োগকারীদের জন্য একশটি স্পেশাল ইকোনমিক জোন করার পরিকল্পনা নিয়েছে সরকার। এখানে বিদেশি বিনিয়োগকারীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার ব্যাংককে অনুষ্ঠিত `এশিয়া প্যাসিফিক পার্টিসিপেশন ইন ভ্যালু চেইন : দি রোল অভ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পলিসিস` বিষয়ে প্যানেল আলোচনায় বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে সফলভাবে এগিয়ে যাবার সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ এখন সম্ভাবনার দেশ। এখানে এখন চমৎকার বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব নীতি এবং প্রদত্ত সুযোগ সুবিধা বিদেশি বিনিয়োগকারীদরি আকৃষ্ট করছে। ইতোমধ্যে অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে শুরু করেছে। বাংলাদেশের সস্তা শ্রম এবং সরকারের বিনিয়োগবান্ধব নীতি, প্রদত্ত সুযোগ-সুবিধা বিনিয়োগকারীদের উৎসাহিত করছে।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, সরকার বিনিয়োগকারীদের জন্য আর্থিক সহায়তাসহ সকল আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ এ অঞ্চলে বাণিজ্য ক্ষেত্রে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখছে।
তোফায়েল আহমেদ বলেন, এশিয়া প্যাসিফিক পার্টিসিপেশন ইন ভেলু চেইন-এ বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখার সক্ষমতা অর্জন করেছে। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের উজ্জল সম্ভাবনা রয়েছে। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক দেশ। তৈরি পোশাকের জন্য বাংলাদেশ পৃথক ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ করছে। এ শিল্পপার্ক চালু হলে তৈরি পোশাক খাতে বাংলাদেশ বৈপ্লবিক পরিবর্তন আসবে। আগামী ২০২১ সালে বাংলাদেশ শুধু তৈরি পোশাক রফতানি করে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয় করার পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে ওষুধ, আইসিটি, জাহাজ নির্মাণ, ফার্নিচার খাতে বিপুল সম্ভাবনা রয়েছে।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএনএসক্যাপ এর এক্সিকিউটিভ সেক্রেটারি ড. শামশাদ আখতারের সঞ্চালনায় প্যানেল ডিসকার্সন পর্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শ্রীলঙ্কার স্পেশাল অ্যাসাইনমেন্ট বিষয়ক মন্ত্রী শরথ অমুনুগামা, ইউনাইটেড আরব আমিরাতের দুবাই ডেভেলপমেন্ট অব ইকোনমিক ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রায়েদ সাফাদি, হংকং ইউনিভার্সিটির এশিয়া গ্লোবাল ইনস্টিটিউটের পেট্রিক ল, থাইল্যান্ড জয়েন্ট ফরেন চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান স্ট্যানলি কাং।
অনুষ্ঠানে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিভিশনের পরিচালক এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট-২০১৫ উপস্থাপন করা হয়।
এসআই/বিএ