সিলেটে ছাত্রদল নেতা নাচন গ্রেফতার
সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবাবিষয়ক সম্পাদক রেজাউল করিম নাচনকে আটক করেছে র্যাব। বুধবার বেলা ২টার দিকে টিলাগড় এলাকায় এমসি কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে র্যাব-৯ এর সহকারী পরিচালক এএসপি মাঈনউদ্দিন চৌধুরী জাগো নিউজকে জানান, নাচনকে এমসি কলেজ মাঠ থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিলাগড়ে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার পর বেরিয়ে যাওয়ার সময় নাচনকে আটক করে নিয়ে যায় র্যাব।
রেজাউল করিম নাচন মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক ও বর্তমানে বিদ্রোহী অংশের নেতৃত্বে রয়েছেন। সম্প্রতি ছাত্রদলের রাজনীতি ছাড়ার ঘোষণাও দেন নাচনসহ কয়েকজন বিদ্রোহী নেতা।
ছামির মাহমুদ/এমজেড/বিএ