ঢাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

দক্ষিণ কোরিয়ার এনার্জি কোম্পানি ইনোলাইন ইনকো-এর প্রেসিডেন্ট ডং হো চুই-এর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট সৌরশক্তি বিষয়ক একটি বিশেষজ্ঞ দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার উপাচার্যের কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- চিঅন কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান কি বং সং, ডেঅন অ্যান্ড টেক-এর পরিচালক ইয়াং জি কিম এবং ম্যাকাসোলারটেক কোম্পানি লিমিটেডের সিইও লি হায়েং উ।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সৌরশক্তি খাতের আধুনিকায়ন নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌরশক্তি ব্যবস্থাপনা ও প্রযুক্তি উন্নয়নে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া, তারা বিশ্ববিদ্যালয়ে ‘সৌরশক্তি উন্নয়ন প্রকল্প’ শীর্ষক নতুন একটি প্রকল্প বাস্তবায়ন নিয়েও আলোচনা করেন।

এমএইচ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।