হাবিলদার সুজাউল হত্যা : প্রধান আসামির স্বীকারোক্তি


প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

পাকশী পুলিশ ফাঁড়ির হাবিলদার সুজাউল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান আসামি রাসেল তার হত্যাকাণ্ডের কথা আদালতে স্বীকার করেছেন। বুধবার বিকেলে তিনি পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২`এ স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।  

তাকে ৩ নভেম্বর গাজীপুর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে আদালতে হাজির করে। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের সময় তার সাত সহযোগিসহ গত ৪ অক্টোবর রাতে পাকশী কলেজের পাশে নির্জন এলাকায় হাত-পা বেঁধে সুজাউলকে হত্যা করেছেন বলে জানান।

বিজ্ঞ আদালত তার বক্তব্য শোনার পর জেলে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণে পুলিশ হাবিলদার সুজাউল ইসলামকে তারা খুন করেছে বলে প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে।

আলাউদ্দিন আহমেদ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।