যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে পারে রাশিয়া!


প্রকাশিত: ১২:২১ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

বিশ্বে একমাত্র রাশিয়াই পরমাণু বোমার সাহায্যে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিল্লেই। সোমবার মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে শুনানির সময় তিনি এ মন্তব্য করেন।

জেনারেল মিল্লেই বলেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে। সে কারণে দেশটির ক্ষমতাও রয়েছে। ২০০৮ সালের পর থেকে রাশিয়া অত্যন্ত আগ্রাসীমূলক তৎপরতা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চীন ও উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি।

এ সময় তিনি আরো বলেন, ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করা উচিত। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন সমর্থিত সেনাবাহিনী ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ব্যাপক অবনতি হতে থাকে।

এরপর সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে রাশিয়ার বিমান হামলার শুরুর পর থেকে দেশ দুটির মাঝে চরম উত্তেজনা দেখা যায়। সিরিয়ায় হামলা চালানোর সময় উভয় দেশই তুরস্কের আকাসীমায় ঢুকে পড়ে। গত ২০ অক্টোবর সিরিয়ার আকাশে যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে রাশিয়া। এর মাঝেই যুক্তরাষ্ট্রের জেনারেলের এই মন্তব্য দেশটির বিশ্বব্যাপী আধিপত্য ধরে রাখার লড়াইয়ে পতনের সুর রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।