রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ


প্রকাশিত: ১০:০৫ এএম, ০৪ নভেম্বর ২০১৫

নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের মুখে পদত্যাগ করেছেন রোমানিয়ার প্রধানমন্ত্রী ভিক্টর পোনটা। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে দেশটির বুখারেস্টের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ৩২ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ১৫৫ জন।

ওই অগ্নিকাণ্ডের পর ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেশজুড়ে কড়া সমালোচনা শুরু হয়। এ ঘটনার প্রতিবাদে রাস্তায় ২০ হাজার মানুষের বিক্ষোভের একদিন পর পোনটা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও গঠন করেছে দেশটির একটি আদালত।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।