বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র শুভঙ্কর সাহা


প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৪ নভেম্বর ২০১৫

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। সহকারী মুখপাত্র করা হয়েছে আরো দুজনকে। তারা হলেন- মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান ও ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আগের মুখপাত্র ম. মাহফুজুর রহমান গত ৩১ অক্টোবর অবসরে যান। এরই পরিপ্রেক্ষিতে গভর্নর ড. আতিউর রহমান নতুন মুখপাত্রসহ আরো দুজনকে দায়িত্ব দেন।

একই সঙ্গে আগের মনোনীত সহকারী মুখপাত্র মহাব্যবস্থাপক এফ এম মোকাম্মেল হককে দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন শুভঙ্কর সাহার অনুপস্থিতিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন এ এফ এম আসাদুজ্জামান।

এসআই/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।