মিশরে গাড়ি বোমা হামলায় নিহত ৫


প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৪ নভেম্বর ২০১৫

মিসরের সিনাই উপত্যকায় একটি পুলিশ ক্লাবে ভয়াবহ গাড়ি বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া বুধবারের এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানান, দেশটির সিনাই উপথ্যকার আল আরিশ শহরের একটি পুলিশ ক্লাব লক্ষ্য করে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে সম্পর্কিত একটি স্থানীয় গোষ্ঠী এ হামলার স্কীকার করেছে। আইএস এ হামলাকে আত্মঘাতী বলে দাবি করেছে।

২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতা থেকে বিদায়ের পর  এখন পর্যন্ত শতাধিক পুলিশ এবং সেনাসদস্যকে হত্যা করেছে আইএস।

এর আগে শনিবার সিনাইয়ের শারম এল শেখ বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৫টা ৫১ মিনিটে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে একটি রুশ বিমানের সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাশিয়ান এয়ারলাইন কোগালিমাভিয়ার এ-৩২১ এয়ারবাসের ওই বিমানটিতে যাত্রী ও ক্রুসহ ২২৪ জন আরোহী ছিলেন। এ ঘটনায় যাত্রীদের সবাই নিহত হয়েছেন। ইসলামিক স্টেট জঙ্গিরা রুশ বিমানটি বিধ্বস্তের দায় স্বীকার করেছে। তবে মিসরের প্রেসিডেন্ট ইসলামিক স্টেটের দাবীকে নাকচ করে দিয়েছেন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।