চট্টগ্রামে ব্যবসায়ী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৪ নভেম্বর ২০১৫

চট্টগ্রামে ব্যবসায়ী ওহিদুন্নবী শাহীন (২৯) হত্যা মামলায় ফয়সাল ইসলাম রাসেল (২৪) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আইয়ূব খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত ব্যবসায়ী ওহিদুন্নবী শাহীনের আত্মীয় ফয়সাল ইসলাম রাসেলকে মৃত্যুদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা আর্থদণ্ডও দেওয়া হয়েছে।

২০১৩ সালের ৫ অক্টোবর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী এলাকার ব্যবসায়ী শাহীনকে খুন করে পালানোর সময় পুলিশ ফয়সাল ইসলাম রাসেলকে গ্রেফতার করে।

পিপি জানান, ঘাতক রাসেল খুনের শিকার শাহীনের স্ত্রীর ছোট বোনের স্বামী।  রাসেল তার স্ত্রীর সঙ্গে শাহীনের সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন। এ সন্দেহ থেকেই মূলত হত্যাকাণ্ড ঘটে।

জীবন মুছা/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।