নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি


প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৫ নভেম্বর ২০১৪

ভারত-পাকিস্তানের ওয়াঘা সীমান্তের ফিদায়ে হামলার দায় স্বীকারের পর পাক তালেবান সংগঠন জামাত-উল-আহরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি দিয়েছে। জিহাদী জঙ্গিদের ক্রমাগত হুমকির পর গত ১৫ দিনে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসেছেন উচ্চপদস্থ কর্মকর্তারা।

তেহরিক-ই-তালিবান পাকিস্তান জামাত আহরারের মুখপাত্র এহসানুল্লাহ এহসান এক টুইটার বার্তায় নরেন্দ্র মোদীকে লিখেছেন, আপনি কয়েক হাজার মুসলিমের হত্যাকারী। কাশ্মীর ও গুজরাটের নির্দোষ মানুষের মৃত্যুর বদলা নেব আমরা। পাক-ভারত ওয়াঘা সীমান্তে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর পর সরাসরি প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি ভারত-পাক ওয়াগা সীমান্তে ফিদায়ে হামলায় ৬১ জনের মৃত্যুর হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।