পাকিস্তানের দালাল শাহরুখ খান!


প্রকাশিত: ০৭:৫২ এএম, ০৪ নভেম্বর ২০১৫

বেশ বিড়ম্বনায় পড়লেন বলিউড কিং শাহরুখ খান। সম্প্রতি ভারতের চলমান সাম্প্রদায়িক অসন্তোষ নিয়ে টুইটারে মন্তব্য করেন তিনি। সেখানে ভারতকে অসহিষ্ণু দেশ বলেন শাহরুখ। আর এই কথার জন্যই বিজেপি নেতাদের তোপের মুখে পড়লেন এই সুপারস্টার।

মঙ্গলবার বিজেপি নেতা কৈলাশ ভিজয় ভার্জিয়া এই অভিনেতাকে পাকিস্তানের দালাল বলে আখ্যায়িত করেন। বিজেপি নেতা আরো অভিযোগ করেন, ‘শাহরুখের ছবি ভারতে ব্যবসা করে কোটি কোটি টাকা কামাচ্ছে অথচ শাহরুখ ভারতকেই কিনা বলেন অসহিষ্ণু দেশ। বোঝা যায়, নাগরিকত্বে ভারতীয় হলেও মূলত তার হৃদয় পড়ে আছে পিতার দেশ পাকিস্তানেই।’

শুধু ভিজয় ভার্জিয়াই নয়, আরো বেশ ক’জন বিজেপি নেতা-নেত্রী ও কর্মীরা শাহরুখকে পাকিস্তানের দালাল দাবি করেছেন।

এ মন্তব্যে বেশ সমালোচনা শুরু হয়েছে দেশটিতে। ভারতের রাজনৈতিক অঙ্গনের উত্তাপ ছড়িয়ে পড়ছে বলি পাড়াতেও। শাহরুখকে নিয়ে এমন খাপছাড়া মন্তব্যের পর পরিস্থিত কোনদিকে গড়ায় সেটাই দেখার বিষয় এখন।

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।