সিরিয়ার আকাশে দুই পরাশক্তির নিরাপত্তা অনুশীলন
বিশ্বের অন্যতম দুই পরাশক্তি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সিরিয়ার আকাশে নিরাপত্তা অনুশীলনে অংশ নিয়েছে। বিমান নিরাপত্তা অনুশীলনের জন্য এ মহড়া চালানো হয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। খবর আল জাজিরার।
রুশ জেনারেল স্টাফের মুখপাত্র কর্নেল জেনারেল অ্যান্দ্রি কারতাপোলোভ বলেন, রুশ এবং মার্কিন বিমান বাহিনীর বিমান ক্রু এবং স্থল সেনারা যৌথ মহড়া চালিয়েছেন। হামলার সময় সিরিয়ার আকাশে দুই দেশের সামরিক বিমানের সংঘর্ষ এড়াতে এ অনুশীলন করা হয়। এছাড়া মহড়ার সময় উভয় দেশের ক্রুরা রুশ এবং ইংরেজি ভাষায় যোগাযোগ করার অনুশীলনও করেছেন।
মহড়ার প্রায় এক ঘণ্টা পর পেন্টাগন জানায়, সিরিয়ার আকাশে রুশ বিমানের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। দুই পক্ষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘর্ষ দেখা না দেয় সে লক্ষ্যেই একটি নতুন পরিকল্পনা অনুযায়ী পরীক্ষামূলক মহড়া চালানো হয়েছে।
এর আগে গত ২০ অক্টোবর ওয়াশিংটন এবং মস্কো সিরিয়ার আকাশে দুই দেশের বিমানের দূরত্ব বজায় রাখতে একটি চুক্তি সাক্ষর করে। ২০১৪ সালের ডিসেম্বর থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।
এদিকে, গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএস ও অন্যান্য বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে রাশিয়া। মস্কো আইএস দমনে সিরিয়ায় হামলা চালানোর দাবি করলেও পশ্চিমা বিশ্বের দাবি, প্রেসিডেন্ট বাশার বিরোধীদের দমনে হামলা চালাচ্ছে রাশিয়া।
বুধবার জাতিসংঘের সিরিয়া দূতের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে শুক্রবার দেশ দুটির প্রতিনিধিরা ইরান সৌদি আরবসহ বিশ্বের ১৭ টি দেশের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন।
সিরিয়ায় গত সাড়ে বছরের গৃহযুদ্ধে এখন পর্যন্ত অন্তত আড়াই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে দেশটির আরো কয়েক লাখ মানুষ।
এসআইএস/আরআইপি