আজকের জোকস : ৪ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০৪ নভেম্বর ২০১৫

সেলিম সাহেব তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, `আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করছি, সত্যি সত্যি উত্তর দেবে?`
সেলিম সাহেব বললো, `কোন কথাটা আমি তোমাকে মিথ্যা বলি? বলো তোমার প্রশ্নটা কী!`
স্ত্রী বললো, `আচ্ছা, তোমার কোন জিনিসটা সবচেয়ে বেশী ভালো লাগে? আমার সৌন্দর্য, না আমার বুদ্ধি?`
সেলিম সাহেব মুচকি হাসি দিয়ে বললো, `আররে, তোমার এই জোক করার অভ্যাসটাই আমার সবচেয়ে ভালো লাগে!`
***

এক লোক মাতাল হয়ে বার থেকে কোনোমতে টলতে টলতে বেরিয়ে এলো। বাইরে এসেই তার দেখা আরেক মাতালের সাথে। প্রথম মাতাল আকাশের দিকে তাকিয়ে দ্বিতীয়জনকে বললো, `ভাই, আকাশে ওটা কি চাঁদ না সূর্য?` দ্বিতীয় মাতাল চোখমুখ কুঁচকে ওপরের দিকে তাকিয়ে বললো, `জানিনা ভাই! আমিও এখানে নতুন এসেছি।`
***

এক লোক একটি অভিজাত রেস্টুরেন্টে ঢুকে দেখলেন তিনটা দরজা। ১ম দরজায় লেখা: বাঙালি খাবার, ২য় দরজায় লেখা : ইংরেজি খাবার, ৩য় দরজায় লেখা: চায়নিজ খাবার। লোকটি তার পছন্দ অনুযায়ী চায়নিজ খাবারের দরজায় ঢুকলে সেখানে আরও ২টি দরজা দেখতে পেলেন।
১ম দরজায় লেখা: বাড়ি নিয়ে খাবেন? ২য় দরজায় লেখা: এখানেই খাবেন? লোকটি রেস্টুরেন্টেই খেতে চেয়েছিলেন তাই ‘এখানেই খাবেন?’ লেখা দরজায় ঢুকলেন। সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন তিনি। ১ম দরজায় লেখা: এসি; ২য় দরজায় লেখা: নন এসি। লোকটি এসি রুমে খেতে চেয়েছিলেন তাই এসি লেখা দরজায় ঢুকলে সেখানে আরও ২টি দরজা দেখতে পেলেন। ১ম দরজায় লেখা: নগদ টাকায় খাবেন? ২য় দরজায় লেখা: বাকিতে খাবেন? লোকটি ভাবলেন বাকি খেলেই ভালো হয়, তাই তিনি ‘বাকিতে খাবেন?’ লেখা দরজাটা খুললেন। খুলতেই নিজেকে রাস্তায় আবিষ্কার করলেন!

***
বুলবুল : ভাই, পাশের বাড়ি থেকে অতো আওয়াজ আসছে, ব্যাপারটা কী?
শিমুল : আজকে ওদের বাড়িতে জন্মদিনের উৎসব চলছে রে।
বুলবুল  : কার জন্মদিন?
শিমুল : `টুইউ`র
বুলবুল : (অবাক হয়ে) `টুইউ` কে!!
শিমুল : হ্যাঁ, তাইতো শুনতে পেলাম। সবাই বলছিলো, হ্যাপি বার্থডে টু ইউ!

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।