প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দৈনিক প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৯৮ সালের ৪ নভেম্বর এটি প্রথম প্রকাশিত হয়।
১৯৯৮ সালে প্রথম প্রকাশিত হওয়ার কয়েক বছরের মধ্যেই প্রথম আলো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদপত্রে পরিণত হয়। বর্তমানে প্রতিদিন ৫৫ লাখ পাঠক প্রথম আলো পড়েন। ছাপা কাগজে ৪৩ লাখ ও ডিজিটাল মাধ্যমে ১২ লাখ পাঠক প্রথম আলো পড়েন। ফেসবুকের মাধ্যমে প্রায় ৬৮ লাখ আর টুইটারে দুই লাখ পাঠক অনুসরণ করেন প্রথম আলোকে।
১৮তম বছরে পদার্পণ উপলক্ষে সম্পাদক মতিউর রহমান তার শুভেচ্ছাবাণীতে বলেছেন, প্রথম আলো নামের মধ্যে আছে দুটো শব্দ, প্রথম আর আলো। আকাঙ্ক্ষা থাকে, দেশের কুশল আপনারা জানুন, আপনারাও সবাই ভালো থাকুন। আপনাদের ভালো থাকা মানেই দেশের ভালো থাকা। আর দিনের প্রথম আলোর মতোই যেন আপনার দরজায় কড়া নাড়ে আমাদের কাগজটি।
প্রসঙ্গত, প্রথম আলোর নিয়মিত আয়োজনে থাকে- সংবাদ, সম্পাদকীয়, সারা দেশ, বিশাল বাংলা, সারা বিশ্ব, খেলাধুলা, বিনোদন, পড়াশোনা, কম্পিউটার প্রতিদিন, চিঠিপত্র। ফিচারপাতা হিসাবে আছে- শনিবারে ছুটির দিনে, রোববারে স্বপ্ন নিয়ে ও বন্ধুসভ, সোমবারে রস+আলো ও অন্যান্য।
এআরএস/আরআইপি