মালয়েশিয়ায় পাচারকালে তরুণী উদ্ধার, যুবক গ্রেফতার


প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৩ নভেম্বর ২০১৫

কক্সবাজারের চকরিয়া থেকে মালয়েশিয়ায় পাচারকালে জনতার সহায়তায় এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী এলাকা থেকে তরুণীকে উদ্ধার ও পাচারকারীকে গ্রেফতার করে।

উদ্ধার হওয়া তরুণী উপজেলার বদরখালী ইউনিয়নের নতুনঘোনা গ্রামের আবদুল কাদেরের মেয়ে। অপরদিকে পাচারকারী নুরুল আমিন লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকার মৃত ফয়েজ উল­্লাহর ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ভালো চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে মানবপাচারকারী চক্র উপজেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজন নারীকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য জড়ো করে। মঙ্গলবার রাতে এসব নারীকে নিয়ে কয়েকজন অপরিচিত যুবক এলাকায় ঢুকলে স্থানীয় লোকজনের কাছে সন্দেহের সৃষ্টি হয়।

রাত ১০টার দিকে ইউপি মেম্বারসহ স্থানীয় লোকজন গ্রামের ওই বাড়িটি ঘেরাও করলে কৌশলে চার নারীকে নিয়ে পাচারকারী দলের অপর সদস্যরা পালিয়ে যায়। তবে ওইসময় আসমাউল হুসনা নামের এক তরুণীকে উদ্ধার ও পাচারকারী দলের মূলহোতা নুরুল আমিনকে আটক করে জনতা।

ওসি বলেন, পালিয়ে যাওয়া অপর নারীদেরকে উদ্ধার এবং পাচারকারী দলের অন্য সদস্যদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।