নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিক নিহত


প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০৩ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

নীলফামারী-সৈয়দপুর সড়কের কাচারী বাজার নামক স্থানে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার চালক ও অপর আরেক নারী যাত্রীসহ দুইজন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুই নারী হলেন জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের সখের বাজার গ্রামের জালাল উদ্দিনের মেয়ে নাছিমা আক্তার (২৫) ও চড়াইখোলা গ্রামের বাবুদ্দি মামুদের মেয়ে কেয়া আক্তার ফাতেমা। আহতরা হলেন চড়াইখোলা গ্রামের জামিল আহম্মেদের স্ত্রী সামিমা (২৬) ও বাবড়ীঝার গ্রামের ছকদ্দি ইসলামের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম (৪০)।

এ ঘটনায় এলাকাবাসী দেড় ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। নিহত ও আহত নারীরা উত্তরা ইপিজেডের শ্রমিক। এলাকাবাসী ঘাতক ট্রাক (যশোর-ট-১১-২৬৫৭) আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরা ইপিজেডের ওই তিন নারী শ্রমিক ফ্যাক্টরি ছুটির পর ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে কাচারী বাজারের কাছে কামারপাড়া নামক স্থানে পৌঁছালে সৈয়দপুরগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন।

নীলফামারী সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি এলাকাবাসী আটক করলেও চালক পালিয়ে গেছে।

জাহেদুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।