সিলেটে জেলহত্যা দিবস পালিত


প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৩ নভেম্বর ২০১৫

সিলেটে মঙ্গলবার দিনব্যাপি ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় রিকশাভ্যান শ্রমিক লীগ সিলেট মহানগর শাখা, বঙ্গবন্ধু যুব পরিষদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেট জেলা পরিষদে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও শাহজালাল (র.) দরগাহে মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। কর্মসূচিতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জাতিকে নেতৃত্বশূন্য করতেই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার তিনমাসের মধ্যে জেলের মধ্যে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। এটি ছিল বাঙালি জাতির বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর খুনিদের ও স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের এদেশে পুনর্বাসন করা হয়।’

বক্তারা আরো বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতাগ্রহণের পর এদেশকে কলঙ্কমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসি নিশ্চিত করা হয়েছে। তবুও থেমে নেই ষড়যন্ত্র। আওয়ামী লীগ নেতারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য মো. লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা সাবেক সিটি কাউন্সিলর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ।

মহানগর যুবলীগের শ্রদ্ধাঞ্জলি : জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় শহীদ চার নেতার স্মরণে তাদের প্রতিকৃতিতে মঙ্গলবার দুপুরে জেলা পরিষদে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, আসাদুজ্জামান আসাদ, সেলিম আহমদ সেলিম, সুবেদুর রহমান মুন্না, সদস্য জাকিরুল আলম জাকির, শ্যামল সিংহ, তোজাম্মেল হক তাজুল, রিমাদ আহমদ রুবেল, মুহিবুর রহমান রনি প্রমুখ।

জাতীয় রিকশাভ্যান শ্রমিক লীগ সিলেট মহানগর শাখা : জাতীয় চার নেতার মৃত্যুবার্ষিকী ও জেলহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভা জাতীয় রিক্সাভ্যান শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার অস্থায়ী কার্যালয় বাদাম বাগিচায় অনুষ্ঠিত হয়। জাতীয় রিক্সাভ্যান শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইছহাক আলীর পরিচালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি বোরহান উদ্দিন ভান্ডারী।

আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি জাফর উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রিক্সাভ্যান শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি  ও সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক খন্দকার ফায়েখ উজ্জামান মাস্টার।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার মো. ফারুক হোসেন, শ্রমিক নেতা নিয়াজ খান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন মাসুদ, মহানগর অটোরিকশা (সিএনজি) শ্রমিক লীগের সভাপতি আবু তাহের নানা, মহানগর হকার্স লীগের মো. শাহজাহান মিয়া, ২২নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এরশাদ আলী, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।

"
বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশে এক নৃশংস হত্যাকাণ্ড ঘটে। একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন বাঙালী জাতিকে মহিমান্বিত করেছে, তেমনি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অনেক কালো দিন আছে। ওই দিনগুলো আমাদের আচ্ছন্ন করে বেদনাত শোকে। তেমনই বেদনাত এক শোকের দিন আজ ৩ নভেম্বর।

১৯৭৫ সালের এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে যে নৃশংসঙ্গ ঘটনা ঘটেছিল, সে কথা কেউ কখনো ভুলতে পারবে না। কেন্দ্রীয় কারাগারে সেদিন প্রবেশ করে আততায়ীরা নির্মমভাবে হত্যা করেছিল জাতীয় চার নেতা সৈয়দ নুরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কাআরুজ্জামানকে। তাই চার নেতা ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক ও পরিচালক।

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মহানগর শাখা : জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সিলেট মহানগর শাখার সভাপতি মো. সারোয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা আবু তাহের, মুক্তিযোদ্ধা সংসদের সচিব মো. নিজাম উদ্দিন, সিলেট মহানগর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সিনিয়ওর সহ-সভাপতি সুদ্রীদ ওঝা জিতু, সহ-সভাপতি রকিব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রায়, সহ-সাংগঠনিক সম্পাদক মো. লাহেক মিয়া প্রমুখ।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।