বিশ্বখ্যাত কার্নিভ্যাল স্থগিত করল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২০

অডিও শুনুন

প্রতিবছর আলো ঝলমলে কার্নিভ্যাল প্যারেডে উজ্জ্বল হয়ে ওঠে ব্রাজিলের রিও ডি জেনিরো শহর। রং-বেরঙের পোশাকে রাতভর চলে ঐতিহ্যবাহী সাম্বা নাচ। মনোহরী এ আয়োজন দেখতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্রপাড়ের শহরটিতে হাজির হন লাখ লাখ পর্যটক। তবে এবার সেই আনন্দ কেড়ে নিল করোনাভাইরাস মহামারি। ব্রাজিলে নিয়ন্ত্রণহীন সংক্রমণের কারণে আগামী ফেব্রুয়ারিতে কার্নিভ্যাল প্যারেড স্থগিত করেছেন আয়োজকরা।

প্রতিবছর রিও শহরে কার্নিভ্যালের আয়োজন করে ইন্ডিপেন্ডেন্ট লিগ অব রিও ডি জেনিরো সাম্বা স্কুলস (লাইসা)। বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি জর্জি কাস্তানহেরা বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই অনুষ্ঠান স্থগিত করতেই হবে। ভ্যাকসিন না থাকলে কার্নিভ্যাল আয়োজন কঠিন। পর্যাপ্ত সুরক্ষা ছাড়া কার্নিভ্যাল হওয়ার কোনও উপায় নেই।’

Carnival

বিশ্বের মধ্যে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। সেখানে এখনও নিয়ন্ত্রণে আসেনি বৈশ্বিক এ মহামারি। এর মধ্যে আবার দেশটির দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত শহরই হচ্ছে রিও ডি জেনিরো। এ অবস্থায় লাখো মানুষের সমাগমে কার্নিভ্যাল আয়োজন করলে অনেক বড় ঝুঁকি তৈরি হতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে লাইসার এ ঘোষণা শুধু তাদের অধীনে থাকা ১৩টি সাম্বা স্কুলের জন্যই প্রযোজ্য। সাম্বা নাচ ছাড়াও কার্নিভ্যালে আরও অনেক ধরনের অনুষ্ঠান হয়। সেগুলো নিষিদ্ধের বিষয়ে এখনও কিছু জানায়নি রিও কর্তৃপক্ষ।

Carnival

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ব্রাজিলে এ পর্যন্ত ৪৬ লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ১ লাখ ৪০ হাজার।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত দুই সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক গড়ে ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছেন, মারা যাচ্ছেন অন্তত ৭৩৫ জন।

সূত্র: আল জাজিরা

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।