বেনাপোল সীমান্তে শিশুসহ ৪৯ নারী-পুরুষ আটক


প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৩ নভেম্বর ২০১৫

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ও সাদীপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে পারাপারের সময় শিশুসহ ৪৯ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, বিজিবির সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে আটজন ও পুটখালী বিজিবি সদস্যরা সীমান্তের চরের মাঠ এলাকা থেকে ৩১ জন নারী-পুরুষকে আটক করে। তারা সীমান্তের অবৈধ পথে ভারতে পারাপার হচ্ছিলো।

আটকদের বাড়ি ফরিদপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। এদের মধ্যে ১৮ জন নারী, ২৫ জন পুরুষ ও ছয় শিশু রয়েছে। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক  করা সম্ভব হয়নি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগ এনে বিজিবি থানায় সোপর্দ করে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়।

জামাল হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।