পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে হামলার আহ্বান আল-কায়েদার
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ভয়াবহ একক হামলা চালানোর আহবান জানিয়েছেন আল-কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরি। রোববার টুইটারে দেয়া এক ভিডিও বার্তায় জাওয়াহিরি এ আহ্বান জানান। এ সময় ইসরায়েলিদের বিরুদ্ধে সাম্প্রতিক ফিলিস্তিনি নাগরিকদের প্রতিরোধের প্রশংসা করেন।
ভিডিও বার্তায় জাওয়াহিরি বলেন, প্রথমত পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে হবে। বিশ্বের সব গোষ্ঠীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমেরিকা, ইউরোপ, এবং রাশিয়ার আগ্রাসন বেড়ে গেছে। সুতরাং এর বিরুদ্ধে সবাইকে একত্রে প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, ইসরাইলের সমর্থকদের অবশ্যই ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের জন্য মাশুল দিতে হবে। সেটা আর্থিকভাবে ও রক্তের বিনিময়ে হতে পারে। ভয়াবহ একক হামলার উদাহরণ হিসেবে তিনি ২০১৩ সালের বোস্টন ম্যারাথনের বোমা হামলাকারি টামারলান ও জোখার সারনায়েভের কথা উল্লেখ করেন। সে সময় তারা প্রেসার কুকারে করে বোমা হামলা চালায়। এ ঘটনায় ৩ জন নিহত ও ২৬৪ জন আহত হয়।
তবে ওই ভিডিও বার্তাটি কখন রেকর্ড করা হয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সিরিয়ায় গত ৩০ সেপ্টম্বর থেকে রুশ বিমান হামলা শুরুর পর ভিডিও বার্তাটি রেকর্ড করা হয়ে থাকতে পারে। এর আগে সিরিয়া এবং ইরাকের একটি বড় অংশ নিয়ন্ত্রণে নিয়ে আইএস যুক্তরাষ্ট্র এবং রাশিযার বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানায়।
এসআইএস/পিআর