গাজীপুরে হত্যা ও ধর্ষণের দায়ে গ্রেফতার ৩


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৩ নভেম্বর ২০১৫

গাজীপুরের শ্রীপুরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে জবাই করে হত্যার ঘটনায় নিহত ওই শিক্ষার্থীর মামাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ সকল তথ্য জানান।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের নানার বাড়িতে ১ম শ্রেণির ছাত্রী নাজনীনকে (৭) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় নিহতের মা আসমা বেগম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে পুলিশ তদন্ত করে জানতে পারে, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। আর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজনীনের মামা রিপনকে সোমবার ঢাকার রামপুরা থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকা থেকে রবিউল নামের অপর একজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, গত রোববার শ্রীপুরের মাওনার উত্তরপাড়ায় ভাড়া বাসায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাওনা উত্তরপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে মেহেদি হাসানকে (১৮) গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে থানায়  মামলা হয়েছে।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, ওসি ডিবি আমির হোসেন, শ্রীপুর থানার ওসি জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
                    
আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।