আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষকরা


প্রকাশিত: ০৮:১১ এএম, ০৩ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ৫ম দিনের মত আমরণ অনশন কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষকরা।

কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষকরা বলেন, প্রধানমন্ত্রী আপনার প্রতি আমাদের অনুরোধ আপনি আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদেরকে আমাদের পরিবার পরিজনদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তারা আরো বলেন, যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির ঘোষণা না দেয়া হবে ততক্ষণ তারা ঘরে ফিরবো না।
 
এদিকে ৫ম দিনের মতো অনশন কর্মসূচি পালন করতে গিয়ে অনেকে শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সভাপতি এশরাত আলী।

শিক্ষক নেতারা বলেন, আমাদের দাবি আদায়ে সরকারের কোনো রকম সাড়া না পাওয়ায় আমরা বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এএস/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।