উত্তর ইরাকে আইএস’র হামলা অব্যাহত
মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলা সত্ত্বেও উত্তর ইরাকে জোরালো হামলা চালিয়ে যাচ্ছে আইএস (ইসলামিক স্টেট) সদস্যরা। তারা কুর্দি নিয়ন্ত্রিত এরবিল শহরের দিকে এগুচ্ছে।
এরবিল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-কুওয়ার শহরে কুর্দি স্বেচ্ছাসেবী যোদ্ধাদের সঙ্গে মঙ্গলবারও আইএস সদস্যদের সংঘর্ষ ঘটেছে। সহিংসতা সত্ত্বেও এরবিল ও বাগদাদ এখনও নিরাপদে রয়েছে বলে মন্তব্য করেছেন নিউ আমেরিকা ফাউন্ডেশনের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ডগলাস ওলিভান্ট। তবে মসুলের পরিস্থিতি খারাপ বলে উল্লেখ করেছেন তিনি।
এদিকে মসুলের দক্ষিণে অবস্থিত হিত শহরে মঙ্গলবার আলবু নিমার গোত্রের ৫০০-এরও বেশি পরিবারের মালামাল জব্দ করেছে আইএস সদস্যরা। সম্প্রতি আইএস সদস্যরা ২০০-এরও বেশি উপজাতীয়কে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। - আলজাজিরার