ডব্লিউটিএ ফাইনালের শিরোপা সানিয়া-হিঙ্গিস জুটির
বছরের শেষ শিরোপাও নিজেদের কাছেই রেখে দিলেন ভারতীয় তারকা সানিয়া মির্জা ও তার সুইস পার্টনার মার্টিনা হিঙ্গিস। গতকাল সিঙ্গাপুরে ডব্লিউটিএ ফাইনালে স্প্যানিশ জুটি গারবিন মুগুরুজা ও কার্লা সুয়ারেজ নাভারো জুটিকে ৬-০, ৬-৩ গেমের সরাসরি সেটে উড়িয়ে দিয়ে বছরের নবম শিরোপা জয় করেছেন সানিয়া-হিঙ্গিস জুটি।
এই শিরোপার আগে সানিয়া ও মার্টিনা মিলে দুটি গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন ও ইউএস ওপেনসহ ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি, চার্লসটন, গুয়াংজু, উহান ও বেইজিংয়ে শিরোপা জিতেছেন। শুধুমাত্র রোমে তারা ফাইনালে টিমেয়া বাবোস ও ক্রিস্টিনা মালডেনোভিচ জুটির কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হন।
এদিকে ইন্দো-সুইস জুটি এখন শেষ ছয়টি টুর্নামেন্টে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন। এমনকি সিনসিনাতিতে চান হাও-চিং ও চান ইয়ুং জানের কাছে সর্বশেষ পরাজিত হবার পরে মাত্র দুটি সেটে পরাজিত হয়েছেন।
এমআর/পিআর