বেগমগঞ্জে আগুনে ১৫টি দোকান ভস্মীভূত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি দোকানের মালামাল পুড়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। সোমবার রাত ৩টার দিকে ছয়ানি পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জহিরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রাতে ছয়ানি বাজারের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত ৩টার দিকে পূর্ব বাজারের দোকানগুলোতে স্থানীয় লোকজন ও বাজারের নাইটগার্ডরা আগুন জ্বলতে দেখে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে আগুনে বাজারের ১৫টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবিরজিাগো নিউজকে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। দোকানগুলো থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মিজানুর রহমান/এসএস/পিআর