অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সম্ভাবনা


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০৩ নভেম্বর ২০১৫

অ্যাফিলিয়েট মার্কেটিং সারা বিশ্বে প্রচলিত আছে। সারা বিশ্বে বিলিয়ন ডলারের ব্যবসায়িক প্ল্যাটফর্মে কাজ করছে মানুষ। বাংলাদেশে এ নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। তাই বলা যায় বাংলাদেশেও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সম্ভাবনা রয়েছে।

এটি একটি নিশ্চিত আয়ের উৎস হতে পারে যেকোনো ফ্রিল্যান্সারের জন্য। মাল্টি মিলিয়ন ডলারের এ সেক্টরে বাংলাদেশিদের জন্য রয়েছে অফুরন্ত সুযোগ।

এ খাতে বিশ্বের অন্যান্য দেশ বেশ এগিয়ে। যুক্তরাষ্ট্রে প্রায় ৯০ শতাংশ মানুষ কোনো পণ্য কেনার আগে ইন্টারনেট থেকে তথ্য নিয়ে সেটি কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। যে কারোর সামনে তাই ওয়েবসাইট তৈরি ও কনটেন্ট প্রকাশের মাধ্যমে এ বিশাল অডিয়েন্সের কাছে পণ্য বিক্রির সুযোগ রয়েছে।

বিশ্বব্যাপী অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মডেল ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটাররা মাল্টি মিলিয়ন ডলার আয় করছেন। যার একটা বিশাল অংশ পাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশি অ্যাফিলিয়েট মার্কেটারদের।

যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে, সে দেশের অধিকাংশ ব্যবহারকারী পণ্য কেনার আগে অনলাইন গবেষণা করে বা সার্চ করে দেখে পণ্যটি কেমন? এ থেকে বোঝা যায় রিভিউ কতটা দরকার।

বাংলাদেশও অতি দ্রুত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আলোড়ন সৃষ্টি করবে এমন প্রত্যাশা প্রযুক্তি বিশেষজ্ঞদের।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।