আইসিডিডিআরবি`র কোড অব কন্ডাক্ট পলিসি নিয়ে হাইকোর্টের রুল


প্রকাশিত: ০২:২৫ পিএম, ০২ নভেম্বর ২০১৫

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) প্রণীত কোড অব কনডাক্ট পলিসি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে আইসিডিডিআরবির চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্টাদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড.শাহদীন মালিক,সঙ্গে ছিলেন আইনজীবী মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

ডেপুর্টি অ্যার্টনি জেনারেল মোতাহর হোসেন সাজু জাগো নিউজকে বলেন, আইসিডিডিআরবি গত ৭ অক্টোবর থেকে কোড অব কন্ডাক্ট পলিসি চালু করেছে। যেটা মৌলিক মানবাধিকারের পরিপন্থি দাবি করে এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

গত রোববার রিট আবেদনটি দায়ের করেন আইসিডিডিআরবি-এর চিফ ফিজিসিয়ান ও প্রতিষ্ঠানের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আজাহারুল্লাহ ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।

আইনজীবী বলেন, ৭ অক্টোবর থেকে আইসিডিডিআরবি নতুন যে কোড অব কনডাক্ট কার্যকর করেছে, তা আইসিডিডিআরবি অধ্যাদেশ ও সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থী।

এ পলিসিতে এমন কিছু বিষয়কে অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যার ফলে বস্তুত এ প্রতিষ্ঠানে চাকরি করা কঠিন হয়ে পড়েছে।

এফএইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।