শুদ্ধস্বরে হামলার ঘটনায় মামলা


প্রকাশিত: ১০:০১ এএম, ০২ নভেম্বর ২০১৫

রাজধানীর লালমাটিয়াস্থ প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ চার জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪।
 
শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল বাদী হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মামলার নথিতে স্বাক্ষর করেন।
 
পরে লিখিত মামলার কপি মোহাম্মদপুর থানায় নিয়ে যান আহতের ভায়রা ভাই সাজ্জাদ দোদল। হত্যা প্রচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এ মামলা নথিভূক্ত করা হছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি’র তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার।
 
তিনি জাগো নিউজকে বলেন, হ্যাঁ মামলা দায়ের হয়েছে। দুপুর ২টা ৩৫ মিনিটে মামলা নথিভূক্ত করা হয়। আহত শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল বাদী হয়ে মামলার নথিতে স্বাক্ষর করেন।
 
উল্লেখ্য, লালমাটিয়াস্থ সি ব্লকের ৮/১৩ নং পাঁচতলা বিশিষ্ট একটি ভবনের চারতলায় শুদ্ধস্বরের কার্যালয়। গত শনিবার দুপুর আড়াইটার দিকে শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ের ৫ জনকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে আহত করে।
 
এ ঘটনায় আহত শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, তারেক রহিম ও রনদীপম বসু, ওয়াশিকুর ও রাসেল নামে ৫ জনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী তারেকের অবস্থা আশঙ্কাজনক।

জেইউ/এসকেডি/পিআর

জেইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।