আফগান ভাইস প্রেসিডেন্টের গাড়িবহরে বোমা হামলা, নিহত বেড়ে ১০
আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট (প্রথম ) আমরুল্লাহ সালেহের গাড়িবহরে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১০ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ভাইস প্রেসিডেন্ট আহত হলেও কোনওমতে প্রাণে বেঁচে গেছেন তিনি। স্থানীয় সময় বুধবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে এ হামলার ঘটনা ঘটে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, রাস্তার পাশে পুঁতে রাখা ওই বোমা বিস্ফোরণে এ পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে অন্তত দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।
তালেবানরা এ ধরনের হামলা চালালেও বুধবারের ঘটনার দায় স্বীকারে অস্বীকৃতি জানিয়েছে তারা।
বিস্ফোরণের পর ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে ভাইস প্রেসিডেন্টকে সালেহের বাম হাতে ব্যান্ডেজ বাঁধা দেখা গেছে। তিনি জানিয়েছেন, নিজ কার্যালয়ে আসার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়। এতে তার মুখ ও হাতের কিছু অংশ পুড়ে গেছে।
আমরুল্লাহ সালেহ বলেন, ‘আমি ভালো আছি, তবে আমার দেহরক্ষীরা আহত হয়েছেন। একই গাড়িতে থাকা আমার ছেলে ও আমি উভয়ই সুস্থ আছি। ’
সাবেক গোয়েন্দা প্রধান ও তালেবানদের কট্টর সমালোচক সালেহ এর আগেও বেশ কয়েকবার হামলা থেকে বেঁচে গেছেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগেও তার কার্যালয়ে হামলা চালানো হয়েছিল। ওই ঘটনায় অন্তত ২০ জন হারান।
সূত্র: আল জাজিরা
কেএএ/পিআর