মস্তিষ্কের সমস্যায় আবারো হাসপাতালে দিতি


প্রকাশিত: ০৯:২৪ এএম, ০২ নভেম্বর ২০১৫

চলতি বছরের মাঝামাঝি সময়ে ব্রেইন টিউমারে আক্রান্ত হন অভিনেত্রী দিতি। গত ২৯ জুলাই চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসা শেষে গত ২০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরে আসেন।

কিন্তু আবারও হঠাত করে অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। শারিরীক অবস্থার অবনতি হলে তাকে গত শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিউরো কনসালন্টেন্ট ডা. এ এম রেজাউল সাত্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসক জানান, ‘দিতির শারীরিক অবস্থা ভালো নেই। আমরা তার সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে যাচ্ছি। এর বেশি কিছু জানাতে পারছি না।’

জানা গেছে, কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েছেন দিতি। তার মস্তিষ্কে পানি জমেছে। অবস্থা গুরুতর হওয়ায় গত শুক্রবারে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।