পঞ্চাশেও সবুজ বলিউড বাদশাহ!


প্রকাশিত: ০৯:২৩ এএম, ০২ নভেম্বর ২০১৫

১৯৬৫ সালের ২রা নভেম্বর দিল্লীর পাঠান মুসলিম পরিবারে জন্ম তার। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি জমান মুম্বাইয়ে। বেশ কিছুদিন সার্কাসে কাজ করেছেন জোকার হিসেবে। তারপর সুযোগ পান টিভি সিরিয়ালে। ঘটনাক্রমে বলিউড ড্রিম গার্ল খ্যাত অভিনেত্রী হেমা মালিনীর সাথে পরিচয়।

সে সূত্রেই নাম লিখালেন বলিউডের রুপালি পর্দায়। ছোট একটি ভূমিকা। তখনও কেউ ভাবতে পারেননি একদিন এই যুবক হয়ে উঠবেন বলিউডের মুকুটহীন বাদশা। তিনি শাহরুখ খান।

সময়ের স্রোতে ভেসে বয়ে গেছে অনেক দিন। শাহরুখ পরিণত হয়েছেন উপমহাদেশের সবেচেয় জনপ্রিয় আর প্রভাবশালী তারকায়। তার বেশ কিছু ছবি হয়ে আছে হিন্দী ছবির ইতিহাস।

আজ তিনি পা রাখলেন পঞ্চাশ বছরে। বয়স বেড়েছে; কমেনি তার জীবনের উচ্ছ্বাস ও উদ্দীপনা। এখনো তিনি ২৫ বছরের তরুণীর নায়ক হয়ে তার সাথে রোমান্স করে বেড়ান। সাধে কি আর তাকে বলা হয় ‘ কিং অব রোমান্স’।

কোন কিছুতেই যেন তাকে দমানো কষ্টকর। ছুটে চলছেন নিজের মেধা আর পরিশ্রম দিয়ে। বলিউডে রাজত্ব করছেন দুই দশক ধরে। তিনি অপ্রতিদ্বন্দ্বী।

আজ ৫০তম তার জন্মদিন। গত রাতে ঘড়ির কাঁটা বারোটার ঘর ছুঁতেই টুইট করলেন `বার্থডে বয়` বাদশাহ। লিখেছেন, `আজ পঞ্চাশ পূর্ণ হতেই মনে হচ্ছে আবার ২৫ হয়ে গেলাম।`

এইদিনে তার টুইটার-ফেসবুক ভেসে যাচ্ছে জন্মদিনের শুভেচ্ছায়। ভারতের বিভিন্ন স্থানে কেক কেটে মহা আয়োজনে প্রিয় নায়কের জন্মদিন পালন করছেন শাহরুখের ভক্তরা- এমন খবর প্রকাশ হচ্ছে ভারতীয় মিডিয়ায়। সরাসারি শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন, আমির খান, ফারাহ খান, মাধুরী দিক্ষীত, জুহি চাওলা, রানী মুখার্জি, রেখা, হেমা মালিনী, করণ জোহর, বোমান ইরানি, অজয় দেবগণ, মহেশ ভাট, আলিয়া ভাট, শহিদ কাপুরসহ আরো অনেক তারকা। আর নিজের সেরা বন্ধু কাজল তো রয়েছেন তার সাথেই; দিলওয়ালের সেটে।

শাহরুখ খান এখন রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবি নিয়েই ব্যস্ত রয়েছেন। এতে আবারো দেখা যাবে শাহরুখ-কাজলের রোমান্স। পাশাপাশি তিনি কাজ করছেন ফ্যান ও রাইস নামে আরো দুটি ছবিতে।

জানা গেছে, শাহরুখের জন্মদিনে তার সাথে যোগ দিতে দিলওয়ালের সেটে গিয়েছেন তার স্ত্রী গৌরি খান ও সন্তানেরা।

চমৎকার এই অভিনেতার জন্মদিনে আমরাও শুভেচ্ছা জানাই। আরো অনেকদিন বেঁচে থাকুন তিনি, সমৃদ্ধ করতে এশিয়ার অভিনয়ের মঞ্চ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।